BIG BREAKING : ভারতেই করোনার ভ্যাক্সিন তৈরি হবে মে মাস থেকে!

বিগ ব্রেকিং!

ভারত কেন, সারা পৃথিবীর করোনা আক্রান্তদের জন্য সুখবর, স্বস্তির খবর, প্রাণ ফিরে পাওয়ার খবর। পৃথিবী জুড়ে কোভিড-১৯-এর ভ্যাক্সিন তৈরির চেষ্টা চলছে আগে থেকেই। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পৃথিবীখ্যাত সংস্থা সেরাম ইনস্টিটিউট স্পষ্ট ভাষায় জানিয়েছে, করোনা প্রতিরোধের ভ্যাক্সিন তৈরি। আগামী মে মাস থেকেই তারা তৈরি করবে, তার আগে ক্লিনিক্যাল ট্রায়ালও সারা হয়ে যাবে। আর সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। প্রতিটি ডোজের দাম পড়বে এক হাজার টাকা।

সেরাম ইন্সটিটিউট এশিয়ার সেরা এবং পৃথিবীর প্রথম পাঁচটি সংস্থার একটি। অক্সফোর্ডে যে ভ্যাক্সিন তৈরির গবেষণা চলছে, সেখানে পাঁচটি সংস্থা কাজ করছে। সেখানে রয়েছে ভারতের সেরাম সংস্থাও। সেখানেই যে সাফল্য মিলেছে, তার প্রমাণ সেরাম ইন্সটিটিউটের বয়ান। আরও পরিষ্কার করে পুনের এই সংস্থা জানিয়েছে, অক্সফোর্ডে যাই হোক না কেন, মে মাস থেকে ভ্যাক্সিন তৈরির কাজ শুরু হয়ে যাবে। আর এই সংস্থার পরিকাঠামো ও গবেষণা এতটাই উন্নতমানের যে আগামী দিনে বিপুল পরিমাণ ভ্যাক্সিন তৈরিতে কোনও অসুবিধা হবে না।

বিষয়টি বাস্তবায়িত হলে পৃথিবী জুড়ে যে নতুন আশার আলো দেখবে তা বলার অপেক্ষা থাকে না।

Previous articleলকডাউন পর্বে কলকাতা পুলিশের ভূমিকাকে কুর্নিশ সৌরভের, পাল্টা ধন্যবাদ নগরপালের!
Next articleজুনে শুরু হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন