Sunday, November 16, 2025

সবচেয়ে বেশি পরীক্ষা নাইসেডেই জানালো স্বাস্থ্য ভবন। কোন পরীক্ষাগারে কোন জেলার করোনা নমুনা পরীক্ষা করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে, স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। তাতে কেন্দ্রীয় গবেষণাগার নাইসেডই সবচেয়ে বেশি জোনের দায়িত্বে। গত ২৪ ঘণ্টায় এই প্রথম রাজ্যে করোনা নমুনা পরীক্ষা হয়েছে পেরিয়ে ১০১৩টি।

এই নির্দেশিকায় রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বসিরহাট স্বাস্থ্য জেলা, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীন সব ক’টি হাসপাতালের পাশাপাশি এনআরএস, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং বেলেঘাটা আইডি হাসপাতালের নমুনা নাইসেডে পাঠানো হবে। কেন্দ্রীয় গবেষণা সংস্থার ক্ষমতা অনুযায়ী প্রতিদিন ২৪০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে প্রতিদিন ৪০টি নমুনা পরীক্ষা সম্ভব। তবে এর বেশি হলে তারাও বাড়তি নমুনা নাইসেডে পাঠাবে। একই রকম ভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজকেও ৬০টি নমুনা পরীক্ষার সীমা অতিক্রান্ত হলে বাড়তি নমুনা নাইসেডে পাঠাতে বলা হয়েছে।

এসএসকেএমে প্রতিদিন ১৮০টি নমুনা পরীক্ষার সামর্থ্য রয়েছে। সেই হিসেবে পূর্ব মেদিনীপুর, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, দক্ষিণ ২৪ পরগনা, এম আর বাঙুর, সায়েন্স সিটির কাছে অবস্থিত কোয়রান্টিন কেন্দ্র এবং এসএসকেএম থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা সেখানে হবে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন নমুনা পরীক্ষার সীমা ১২০। সেখানে এসটিএম ছাড়া হাওড়া, হুগলি, কলকাতা মেডিক্যাল কলেজ এবং লেডি ডাফরিন থেকে নমুনা পাঠানো হবে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দায়িত্বে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা। ইসলামপুর বাদে উত্তর দিনাজপুরের বাকি জেলার নমুনা যাবে মালদহ মেডিক্যাল কলেজে। মালদহ জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে রয়েছে মালদহ মেডিক্যাল কলেজের পরীক্ষাগারের উপরে। মুর্শিদাবাদ, বীরভূম এবং রামপুরহাটের দায়িত্বে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা এবং ঝাড়গ্রামের নমুনা পরীক্ষা করবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। আরজিকরের পরীক্ষাগারে আরজিকরের পাশাপাশি সাগর দত্ত, নদিয়া এবং কল্যাণীর নমুনা যাবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সমস্ত নমুনার দায়িত্বে রয়েছে কম্যান্ড হাসপাতাল।

Corona update

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version