লকডাউনের নিয়মভঙ্গকারীদের জন্য নতুন নতুন কৌশল বের করছে সব দেশের প্রশাসন। তবে কাজ কিছুতেই হচ্ছে না।

এবার আইন অমান্যকারীদের জন্য নয়া উপায় বার করল ইন্দোনেশিয়া সরকার। জাভা দ্বীপ এর এক অঞ্চলে বেশ কিছু ভুতুড়ে বাড়ি রয়েছে। সেগুলিকে তৈরি করা হল জেল হিসেবে। লকডাউন বিধি ভঙ্গকারীদের নিয়ে গিয়ে সোজা বন্ধ করে দেওয়া হবে ওই ভুতুড়ে ভবনগুলিতে। এমন অভিনব শাস্তির ব্যবস্থা করা হয়েছে পূর্ব জাভার স্রাগেন প্রদেশে।
ওই অঞ্চলের প্রশাসনিক কর্তাদের মতে, বহুদিন ধরে বহু ব্যবস্থা নেওয়ার পরেও কোনও লাভ হয়নি। অনেকেই লকডাউনের নিয়ম মানছেন না। কিছুদিন আগে পাহারাদার ভূত সেজে রাস্তায় পাহারা দিচ্ছিল। মানুষ যাতে ভয় পায়। কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। তাই এবার কেউ নিয়ম অমান্য করলে কড়া শাস্তি।

