দেশ জুড়ে নগদের সঙ্কট সামলাতে ব্যতিক্রমী ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি ৯০ দিনের জন্য অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। মূলত মিউচুয়াল ফান্ডে স্বস্তি দিতে এই বড় পদক্ষেপ আরবিআইয়ের। মিউচুয়াল ফান্ড নগদের বড় সমস্যা দেখা দিয়েছিল। কারণ বহু মানুষ বিনিয়োগের অর্থ তুলে নিতে চাইছেন। সেই পরিস্থিতিতে এই পদক্ষেপ করা হয়েছে।

