চিনের মধ্যে লাদাখের অংশ! বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্র ঘিরে তোলপাড়

ভারতের অংশ লাদাখের একাধিক জায়গা চিনের আওতায় বলে উল্লেখ করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া মানচিত্র ঘিরে শুরু হয়েছে তোলপাড়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের মানচিত্রে দেখা গিয়েছে লাদাখ ভারতের অংশে নেই। মানচিত্রে লাদাখ বাদে দেশের বাকি অংশের রঙ আলাদা। চিনের মানচিত্রের রঙে রাঙিয়ে নেওয়া হয়েছে লাদাখকে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের একটা বড় অংশকে পাকিস্তানের অংশ বলেও দাবি করা হয়েছে এই মানচিত্রে। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর ঘিরে বিতর্ক রয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলকে পাকিস্তানের অংশ বলে মানতে চায়না ভারত। সেই অংশকে পাকিস্তানের ভূখণ্ড হিসাবে দেখিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

Previous article“বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর”, করোনা মুক্তিতে এবার শহরের বুকে বিশাল যজ্ঞ!
Next articleরাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ২২