করোনা মোকাবিলায় নার্সের ভূমিকায় মেয়র

করোনার জেরে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতির মোকাবিলা করতে নার্সের ভূমিকা পালন করলেন মেয়র। রাজ্যবাসীর পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।

তিনি জানান, সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি পেশায় একজন নার্স ছিলেন। তাই এই পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চেয়েছিলেন। তিনি বলেন, “এই অবস্থায় ঘরে বসে থাকতে পারছিনা। তাই নিজের পুরনো পেশায় ফিরে এলাম।”

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনে জিতে মুম্বইয়ের মেয়র পদে বসেন ৫৬ বছর বয়সী কিশোরী পেডেন্টকর। তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন শিবসেনা প্রধান প্রিয়াঙ্কা চতুর্বেদী। টুইটারে লেখেন, ”ডিউটি বিফোর সেলফ।”

Corona update
Previous articleমার্কিন মুলুকে অব্যাহত মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৫৬ হাজার ১৪৪
Next articleচাকরি পাওয়ার রহস্যের অভিযানের ই-বই ” দিশারী সমিত রায়” প্রকাশিত