Thursday, May 15, 2025

লকডাউন কার্যকর করতে গিয়ে এটা কি প্রাপ্য ছিল পুলিশের? জনতার হাতে এইভাবে নিগ্রহ আর গাড়ি ভাঙচুর!

Date:

হাওড়ার টিকিয়াপাড়ায় মঙ্গলবারের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ সর্বত্র।

লকডাউন না মেনে রাস্তায় বহুসংখ্যক মানুষের উপস্থিতি দেখে টহলদারি পুলিশ তাদের ঘরে ফিরতে বলে। অধিকাংশেরই ছিল না কোনো মাস্ক এবং দূরত্ব।

তাতেই পুলিশের উপর ক্ষেপে ওঠে জনতার একাংশ।
পুলিশকর্মীদের ঘিরে ধরে নিগ্রহ চলে।
ইঁটবৃষ্টি হয়।
পুলিশের গাড়ি ভাঙচুর হয়।
উপস্থিত raf জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথরবৃষ্টি হয়।

প্রশ্ন উঠেছে, কেন হবে এই অসভ্যতা?
পুলিশ তো আমাদের সবার ভালোর জন্যেই বলতে গেছিল। এটা তো পুলিশের আসল কাজ নয়। মানুষের ভালোর জন্য বলতে যাবে; আর সেই মানুষের হাতেই মার খাবে, এ কেমন কথা?

তবু পুলিশ পাল্টা তেমন কিছু করে নি।
জনতার হামলার মুখে পুলিশ যদি কাঁদানে গ্যাস বা গুলি চালাতো, তখন প্রচারে দোষ হত পুলিশের এবং সরকারের। raf দৌড়ে পালিয়েছে। কিন্তু সেটা তাদের দুর্বলতা নয়। সংঘাত এড়িয়েছে। এটা কবে বুঝবে জনতা???

লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন না। টিকিয়াপাড়া আবার এই বিতর্ক সামনে এনে দিল। তবু পুলিশ ও সরকার যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছে।

পরে রাজ্য পুলিশ জানিয়েছে টিকিয়াপাড়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু, পুলিশের উপর এই অকারণ আক্রমণ থামাতে সচেতন তো হতে হবে সমাজের সকলকেই।

 

Related articles

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...

জঙ্গি মদতকারী পাকিস্তানের কাছে কেন পারমাণবিক অস্ত্র? শ্রীনগরে প্রশ্ন রাজনাথের

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে শ্রীনগরে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) হওয়ার পর...

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...
Exit mobile version