ভারতে বিপন্ন সংখ্যালঘুরা, রিপোর্ট মার্কিন কমিশনের

ভারতে সংখ্যালঘুরা বিপন্ন। নিজেদের রিপোর্টে এই তথ্য উল্লেখ করেছেন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত দ্বিদলীয় মার্কিন কমিশন। একইসঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন পাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকারও সমালোচনা করা হয়েছে।

ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন সংক্রান্ত যে ধরনের ঘটনা ভারতে ঘটছে তা দেখে সরকার চুপ করে থাকছে। কখনও আবার সেসব ঘটনায় সরকার নিজেও জড়িয়ে যাচ্ছে।

মার্কিন রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ২০১৯ সালের ভোটে জিতে বিজেপি যে সব নীতি নিচ্ছে, তা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার পরিপন্থী। এই রিপোর্টের তীব্র নিন্দা করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য। যদিও তা নতুন নয়। কিন্তু অপব্যাখ্যা সব সীমা ছাড়িয়ে গিয়েছে।”

তবে শুধু ভারত নয়। রিপোর্টে রয়েছে আরও ১৪ টি দেশের নাম। চিন, মায়ানমার, পাকিস্তান, এরিট্রিয়া, ইরান, নাইজিরিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ভিয়েতনাম।

Previous articleলকডাউন: এলাকা পরিদর্শন বারাকপুরের পুলিশ আধিকারিকদের
Next articleশপথের পরই সরকারের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার