কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার রাত ৯টায় দু’টি টুইট-বার্তায় জানিয়েছে, দেশেজুড়ে বহাল থাকা লকডাউন নিয়ে মন্ত্রক বুধবার বিস্তৃত আলোচনা করেছে৷ লকডাউনের ফলে করোনা মোকাবিলা লড়াইয়ে সুফল মিলেছে এবং পরিস্থিতির উন্নতি হয়েছে৷ এই সুফল নষ্ট করা যায়না৷ তাই আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকা লকডাউন বিধি বহাল থাকবে এবং তা কঠোরভাবে মেনে চলতে হবে৷

লকডাউন সংক্রান্ত নতুন বিধি ঘোষণা করা হবে৷ সেই বিধি আগামী ৪ মে থেকে কার্যকর হবে৷ এক্ষেত্রে দেশের কিছু জেলাকে কিছুটা ছাড় দেওয়া হবে৷ নতুন বিধি ঘোষণা করা হবে দু-একদিনের মধ্যেই৷
