অত্যাবশ্যক নয় এমন পণ্য নিয়ম মেনে পৌঁছে যাবে বাড়িতে, জানাল রাজ্য

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সরকার সংক্রমণের গুরুত্ব অনুসারে রেড , অরেঞ্জ এবং গ্রিন জোনে রাজ্যকে ভাগ করেছে৷ এতদিন করোনার জেরে বন্ধ ছিল সব রকম অনলাইন পরিষেবা। মঙ্গলবার সন্ধেয় নয়া নির্দেশ জারি করল রাজ্য। জরুরি নয় এমন কিছু পণ্য হোম ডেলিভারির নিয়ম মেনে পৌঁছে দেওয়া হবে বাড়িতে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অত্যাবশ্যক নয় এমন জিনিসপত্র অনলাইনে বিক্রির সুযোগ খুলে দেওয়া হচ্ছে ঠিকই, তবে তা হবে হোম ডেলিভারি পদ্ধতিতে। অর্থাৎ ক্রেতা কিনতে চাইলে, তাঁকে সেগুলি বাড়িতে পৌঁছে দিতে হবে। দোকানে বিক্রি করা যাবে না। এমনকি পণ্য পৌঁছতে যাবেন যিনি, তাঁকেও বাধ্যতামূলক ভাবে সমস্ত সুরক্ষা বিধি মানতে হবে। মানে, নিশ্চিত করতে হবে তিনি মাস্ক পড়ে যাচ্ছেন, দূরত্ব বিধি ও অন্যান্য স্বাস্থ্য বিধি মানছেন। তবে একাংশের বক্তব্য, পণ্য পৌঁছতে ডেলিভারি ভ্যান বা কর্মীর বিশেষ কোনও পাস লাগবে কি না, সেই খুঁটিনাটি জানাও জরুরি।

রাজ্যের নির্দেশ অনুযায়ী

• অত্যাবশ্যক নয় এমন পণ্যের বিক্রিতে সায়।

• হোম ডেলিভারি পদ্ধতিতেই তা করা যাবে।

• সায় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত যাবতীয় কাজকর্মে।

• পণ্য সরবরাহকারীদের মাস্ক পরতে হবে। মানতে হবে সব রকম সুরক্ষাবিধি।

Corona update
Previous articleস্বাস্থ্য সংক্রান্ত নয়া নির্দেশিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের
Next articleBIG BREAKING : প্রয়াত অভিনেতা ইরফান খান