Thursday, May 15, 2025

নাকের স্প্রে ‘নিউমিফিল’ রুখবে করোনা? ল্যাব পরীক্ষায় সফল স্কটল্যান্ডের গবেষকরা

Date:

নাকে স্প্রে করেই রোখা যাবে নভেল করোনাভাইরাস? স্কটল্যান্ডের একদল বিজ্ঞানীর সাম্প্রতিক ল্যাব টেস্টে সাফল্যের পর এমনই এক দুর্দান্ত সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গবেষণায় প্রকাশ, নাকের বিশেষ একটি স্প্রে ব্যবহার করলেই আর হবে না করোনা। এই ওষুধটি ল্যাব পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করেছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁরা বলছেন, ‘নিউমিফিল’ নামক এই অ্যান্টিভাইরাল ওষুধটি তৈরি করা হয়েছে নাকের স্প্রে হিসেবে। এটি এখন করোনার ওষুধ হিসেবেও আশা জাগাচ্ছে। গবেষকরা বলছেন, ইতিমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে, নিউমিফিল স্প্রে করোনাভাইরাসকে ফুসফুসের কোষে প্রবেশের আগেই আটকে দিতে সক্ষম।

এই ওষুধ সংক্রান্ত পরীক্ষার মূল গবেষক ও বায়োলোজির অধ্যাপক গ্যারি টেইলর বলেন, অন্যান্য ওষুধ সাধারণত ভাইরাসের কিছু অংশে আঘাত করে। কিন্তু এই অ্যান্টিভাইরাল ওষুধটি ভাইরাসকে মানবকোষে প্রবেশের আগেই আটকে দেয়। নাকের এই স্প্রে প্রতিদিন একবার অথবা সপ্তাহে একবার দিতে হতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, ‘নিউমিফিল’ নামক ওষুধটি তৈরি করা হয়েছিল মূলত ফ্লুর চিকিৎসায়। এখন এটি কোভিড-১৯ এর ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে। সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষণায় দেখা যাচ্ছে, ওষুধটি ভাইরাসের গায়ে বাতাসের বেগে এক ধরনের প্রোটিন ঢেলে দেয়। এতে ভাইরাসটি আর কোষে প্রবেশ করতে পারে না। এখনও পর্যন্ত ওষুধটির ল্যাব টেস্ট করা হয়েছে। যার ফলাফল ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগ দেখেছে। তারা আশা করছে, ভবিষ্যতে এটি কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা হতে পারে। নিউমিফিল ওষুধটি তৈরি করেছে নিউম্যাগেন লিমিটেড, যারা ক্যান্সারের ওষুধ তৈরিরও কাজ করে।

 

Related articles

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...
Exit mobile version