বিজেপি তথা বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, আমরা তিনটে জোনে কাজ করছি, আর ওরা চারটে জোনে। আমরা কাজ করছি গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে।আর বিরোধী তথা বিজেপি চারটি জোনে কাজ করছে। এই চারটি জোন হলো– D ফর destructive। যা চলছে তা নষ্ট করে দাও। C ফর confrontation অর্থাৎ লড়াই, ঝগড়া লাগিয়ে দাও। B ফর block, অর্থাৎ যা কাজ হচ্ছে তা বন্ধ করে দাও। আর A ফর avoid, আমাদের তো কোনও দায় নেই, তাই এড়িয়ে যাও। ওরা নতুন চ্যাপ্টার শুরু করেছে, negative ভাইরাস আর destructive ভাইরাস। শকুনের রাজনীতি করবেন না।
