রাজ্যে মোট করোনা আক্রান্ত 550 জন, মৃত 22: মুখ্যসচিব

রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 33জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 550। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 124 জন।

রাজীব সিনহা জানান, সমীক্ষায় তাঁরা দেখতে পেয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে 64% পুরুষ এবং 36 শতাংশ মহিলা।

রাজ্যে যতজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মাত্র 4%-এর ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় ছাড় দেওয়ার অনুমতি দিয়েছেন। সেই প্রসঙ্গে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর ছাড় দেওয়া মাত্রই তা লাগু হবে না। রাজ্যের তরফে বিবৃতি দেওয়ার পরে, সোমবার থেকে সেই নির্দেশিকা বলবৎ হবে।

Previous articleআমরা তিনটে জোনে কাজ করছি, বিজেপি কাজ A-B-C-D জোনে : মুখ্যমন্ত্রী
Next articleগন্তব্য মুর্শিদাবাদ, দীঘা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শালবনীতে সাহায্য স্থানীয়দের