Saturday, May 3, 2025

আগের ভাড়ায় বাসে ২০ জন যাত্রীতে আয় হবে না, সরকারের নির্দেশিকায় চিন্তা বাস মালিকদের

Date:

সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনে থাকা জেলাগুলিতে বেসরকারি বাস পরিষেবা চলতে পারে। নবান্নে একথা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশ সরকারের।

এই নির্দেশিকার পর কপালে চিন্তার ভাঁজ বাস মালিকদের। বাস চালু হলেও তার কত ভাড়া হবে তা নিয়ে শঙ্কায় তাঁরা। বাস মালিকদের বক্তব্য, ৫০ আসনের বাসে কম করে ৬৫ জন যাত্রী ওঠেন। তার থেকে যে ভাড়া আয় হয়, তা ২০ জন যাত্রীভাড়ার সমান নয়। ফলে বাড়বে। ভাড়া না বাড়লে বাস চালানো সম্ভব না। একই ড্রাইভার, কন্ডাক্টরদের কোনও আয় ছিল না। এখন ক্ষতি বাড়িয়ে বাস নামাতে কেউ রাজি হবেন না।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভুম, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের যেসব জেলা গ্রিন জোনে আছে সেখানেই মিলবে বাস পরিষেবা। তবে এক জেলা থেকে বাস অন্য জেলায় যেতে পারবে না। জেলার বাসেও সর্বনিম্ন ভাড়া হল সাত টাকা। যাওয়া যায় ৪ কিলোমিটার। কিন্তু এই ভাড়ায় ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব বলে জানিয়েছেন বাস মালিকরা। বাস মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আগের ভাড়াতেই ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো মুশকিল। আয় হবে না।”

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version