লকডাউন। বন্ধ অধিকাংশ কলকারখানা। ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত দোকান-বাজার বন্ধ। আর এতে সমস্যায় পড়েছেন আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষরা। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সেই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হল। জেলার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হল ফ্রি বাজার। প্রত্যেক সপ্তাহে একদিন করে বিভিন্ন আদিবাসী গ্রামে কিংবা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সেই এলাকার মানুষদের জন্য এই ফ্রি বাজার থাকবে সামাজিক দূরত্ব বিধি মেনে। বাজার থেকে মানুষজন কাঁচা সবজি, মুদিখানা সামগ্রী নিয়ে যেতে পারবেন নিজেদের প্রয়োজনে। সামাজিক দূরত্ব মেনে প্রত্যেককে দাঁড় করানো হচ্ছে। নির্দিষ্ট দূরত্ব অন্তর টেবিলের ওপরে সাজিয়ে রাখা হচ্ছে দ্রব্যসামগ্রী । আদিবাসী অধ্যুষিত মহম্মদ বাজার থানার হরিণসিঙ্গাতে এই বাজার শুরু হয়েছে। প্রথম দিন প্রায় ৫০০ স্থানীয় দুঃস্থ মানুষ এখান থেকে তাদের খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। এই ধরনের বাজার জেলার আদিবাসী অধ্যুষিত বিভিন্ন থানা এলাকায় শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে।
