হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদির থেকে মুখ ঘুরিয়ে নিলেন ট্রাম্প!

হাইড্রোক্সিক্লোরোকুইন পাওয়ার তিন সপ্তাহের মধ্যেই মোদির থেকে মুখ ঘুরিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে মোদিকে ‘আনফলো ‘ করে হোয়াইট হাউস।

হাইড্রোক্সিক্লোরোকুইন আমারিকায় না পাঠালে ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ এর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর তড়িঘড়ি রফতনির ওপর নিষেধাজ্ঞা তুলে আমেরিকায় পাঠানো হয় ম্যালেরিয়ার ওষুধ। সেই ওষুধ পেয়ে হোয়াইট হাউস টুইটারে ফলো করা শুরু করে নরেন্দ্র মোদিকে। এমনকী টুইট করে ট্রাম্প ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রীকে।

এদিকে আমেরিকায় ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। জানা গিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা সারাতে কার্যকরী হয়নি আমেরিকায়। তারপরই হোয়াইট হাউসের এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এবং দিল্লির মার্কিন দূতাবাস মার্কিন প্রশাসন ‘আনফলো’ করে দিয়েছে। টুইটারে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপে হতবাক অনেকেই।

Previous articleআদিবাসীদের জন্য বীরভূমে ‘ফ্রি বাজার’, উদ্যোক্তা জেলা পুলিশ
Next articleকরোনা: লকডাউনের বদলে এবার হার্ড ইমিউনিটি তৈরিতে জোর বিশ্বের বহু দেশের