Friday, August 22, 2025

বিডিও অফিস থেকে চাল দেওয়া বন্ধ, খালি হাতে ফিরলেন তুফানগঞ্জের বাসিন্দারা

Date:

Share post:

রেশন থেকে নির্দিষ্ট পরিমাণ চাল দেওয়া হবে। সুতরাং আর চাল পাওয়া যাবে না বিডিও অফিস থেকে। এই সিদ্ধান্ত জানার পরে বিফল মনোরথে বাড়ি ফিরতে হল তুফানগঞ্জ ১৪ টি গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ মানুষদের। ব্লক অফিস সূত্রের খবর, যাঁদের রেশন কার্ড আছে, মে মাসে তাঁরা সরকারের নির্ধারিত পরিমাণ চাল পাবেন। চালের পরিমণও যথেষ্ট। এপ্রিল মাসে রেশন থেকে চাল কম দেওয়ায় বিডিও অফিস থেকে কিছু সাহায্য করা হয়েছিল। বর্তমানে সব বন্ধ রাখা হয়েছে ।

তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। মে মাসে অন্তদ্যোয় কার্ডে ১৫ কেজি চাল, পিএইচএইচ, এসপিএইচএইচ কার্ডে ৭ কেজি চাল ও তিন প্যাকেট আটা, রাষ্ট্রিয় খাদ্য সুরক্ষা যোজনা -১ ও ২ (RKSY -1&2) নম্বর কার্ড পিছু ৫ কেজি করে চাল দেওয়া হওয়া হবে। ফলে খাদ্য সমস্যা অনেকটাই মেটানো সম্ভব। যেহেতু সমস্যার সমাধান হচ্ছে তাই ব্লক অফিস থেকে আর কোন চাল দেওয়া হবে না। বৃহস্পতিবার চাল পাওয়ার আশায় অনেকে বিডিও অফিসের সামনে জড়ো হলে, পুলিশ গিয়ে ভিড় সরিয়ে দেয়।
এদিন চাল না পেয়ে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ব্যাপারি পাড়ার নুরিনা বিবি জানান, “আমার রেশন কার্ড নেই। লকডাউনে সমস্যায় পড়েছি। দিন মুজুরি করে দিন কাটত। বর্তমানে তাও বন্ধ। স্বাভাবিক ভাবেই বিডিও অফিসের সাহায্য ছাড়া আমাদের চলা সম্ভব নয়”। আরেক মহিলা গীতা দাস বলেন, “সকালে চালের লাইনে দাঁড়াই। বেলা প্রায় ১০ টা নাগাদ বিডিও অফিসের লোক ও পুলিশ এসে জানায় আজ চাল দেওয়া হবে না। বাধ্য হয়েই বাড়ি ফিরে যাচ্ছি। আজ কীভাবে বাড়িতে গিয়ে উনুন জ্বালাব সেটাই ভাবছি”।

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...