শারীরিকভাবে অসুস্থ ও বৃদ্ধদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল কোচবিহার জেলা প্রশাসন। শুক্রবার কোচবিহারের ১৮ নম্বর ওয়ার্ডের দশজন বাসিন্দার বাড়িতে তাঁদের বরাদ্দ চাল ও অন্যান্য রেশন সামগ্রী পৌঁছে দেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, সদর পুর এলাকার সমস্ত রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করে এলাকার বৃদ্ধ মানুষ একা থাকেন কিংবা যাঁদের রেশন নিতে যাওয়ার ক্ষমতা নেই, তাঁদের বাড়িতে প্রশাসন থেকে রেশন পৌঁছে দেওয়া হবে। আগামী তিন মাস এই ভাবেই রেশন পৌঁছে দেবেন প্রশাসনিক আধিকারিকরা।
