জঙ্গিদের ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’! রাষ্ট্রসংঘে দাবি পাক সরকাররের

করোনার আবহে জঙ্গিদের নাম মোছার পরিকল্পনা শুরু করে দিয়েছে ইমরান সরকার। ভারতীয় গোয়েন্দারা এই সংক্রান্ত একাধিক তথ্য আগেই প্রকাশ করেছিলেন। এবার রাষ্ট্রসংঘের কাছে ইমরান সরকার এই সংক্রান্ত তথ্য দিয়েছে।

রাষ্ট্রসংঘের ইউএনএসসি ১২৬৭ অনুযায়ী, পাকিস্তানে বসবাসকারী ১৩০ জন জঙ্গির তালিকা ইমরান সরকারকে অনুমোদন করে দেয় নিরাপত্তা পরিষদ। ইমরান সরকার তার মধ্যে ১৯ জনকে খুঁজে পেয়েছে তারা। তাদের দাবি বাকি জঙ্গিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

দিল্লির নর্থব্লক সূত্রে খবর, জঙ্গিদের যে তালিকা সংগঠন পাক সরকারকে দিয়েছে জঙ্গিদের অনেকের নাম আর জন্ম তারিখ, তাদের বৃত্তান্ত সঠিক নেই। তাই জঙ্গিদের খুঁজে বের করতে সমস্যা হচ্ছে পাকিস্তানের। জানা গিয়েছে, দেশের অভ্যন্তরে পাকিস্তান ৩,৮০০ জন জঙ্গির নাম মুছে দিয়েছে। অন্যদিকে যে ১৯ জনের তালিকা পাকিস্তান করেছে তার মধ্যে নাম রয়েছে হাফিজ সইদের। মুম্বইয়ের ২৬/১১ ঘটনায় অন্যতম অভিযুক্ত।

Previous articleঅসহায়-বৃদ্ধদের পাশে কোচবিহার প্রশাসন
Next articleগ্রিন জোন বীরভূমে করোনা সংক্রমণ? স্যোশাল মিডিয়ায় ভাইরাল রিপোর্ট