ফুল-চকোলেটে বরণ কোটা ফেরত পড়ুয়াদের

লকডাউনের জেরে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনল রাজ্য সরকার। শুক্রবার, নিজেদের জেলায় ফিরে আসেন তাঁরা। তাঁদের ফুল ও চকোলেট দিয়ে স্বাগত জানান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

রাজস্থানের কোটা থেকে আসা ৭৮৪ জন পড়ুয়াকে এদিন কাওয়াখালিতে নামানো হয়। প্রথম বাসটি এসে পৌঁছয় দুপুর তিনটে নাগাদ। সেই বাসে ১৩জন পড়ুয়া আসেন। পরে আরও ২৬টি বাসে আসেন বাকি পড়ুয়ারা। কাওয়াখালির মাঠে হাজির ছিলেন গৌতম দেব। এছাড়াও ছিলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পড়ুয়ারা বাস থেকে নামতেই তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সকলের বাড়ি যাওয়ার ব্যাবস্থা করেন।
গৌতম দেব বলেন, পড়ুয়াদের পরীক্ষা করেই তাঁদের নিজের নিজের বাড়িতে অভিভাবকদের কাছে পাঠানো হবে। তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ৩০টির মত বাসের বন্দোবস্ত করা হয়।
কোটা থেকে আসা পড়ুয়া পারমিতা সরকার জানান, “লকডাউনে আটকে পড়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। রাজ্য সরকারকে ধন্যবাদ আমাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য। এখন বেশ ভালো লাগছে”।

Previous articleলকডাউনের সময়সীমা বাড়ল, শর্ত কী কী?
Next articleকরোনার জেরে ক্ষতির মুখে রেস্তোরাঁ ব্যাবসা