চুনী গোস্বামীর স্মরণে ট্যুইট করলেন সিপিএমের সূর্যকান্ত মিশ্র।

একবার লিখলেন ক্রিকেটে সন্তোষ ট্রফি !!

প্রবল ট্রোলড হয়ে ভুল স্বীকার।

তারপর লিখলেন চুনীর সক্রিয়তায় ক্রিকেটে রঞ্জি জয়।

দেখা গেল বাংলা যে দুবার রঞ্জি জিতেছে, চুনী ছিলেন না তখন।

ভুল স্বীকারে সূর্যবাবু লিখলেন, দীর্ঘকাল খেলা, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এখানেও প্রশ্ন, এসব বাদ দিয়ে রাজনীতি হয় নাকি? বা রাজনীতি করলে এসব থেকে দূরে যেতে হয়?

সূর্যবাবু যে চুনীভক্ত ও এই মৃত্যুতে শোকস্তব্ধ, সেটা ঠিক। কিন্তু তা প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচ্য হয়ে উঠেছেন।
