নকল আরোগ্য সেতুর মাধ্যমে ভারতীয় সেনার ওপর নজরদারি পাকিস্তানের

ভারতীয় সেনার ওপর নজরদারির চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের গুপ্তচররা। নকল আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করে এই কাজ তাঁরা করছে বলে সতর্ক করলেন ভারতীয় গোয়েন্দারা।

ভারতীয় সেনা জানিয়েছে, “কিছু গুপ্তচর সংস্থা আরোগ্য সেতু নামেই অ্যান্ড্রয়েডের একটি ম্যালওয়ার অ্যাপ বানিয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা এই ফেক অ্যাপের লিংক ভারতীয় সেনার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছে।”
জওয়ানদের এ বিষয়ে সতর্ক করেছে ভারতীয় সেনা। কোন অজানা সূত্র থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে নিষেধ করা হয়েছে। সরকারি ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে। ভারতীয় সেনার চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, “ভারত তথা সারা বিশ্ব করোনাভাইরাসের সঙ্গে লড়ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান আতঙ্ক ছড়ানোয় ব্যস্ত।”

Previous articleচুনীস্মরণে ভুল ট্যুইট করে অস্বস্তিতে সূর্য
Next articleআমার কাছে চিনের ল্যাবে করোনার জন্মের প্রমাণ আছে : বিস্ফোরক ট্রাম্প