আমার কাছে চিনের ল্যাবে করোনার জন্মের প্রমাণ আছে : বিস্ফোরক ট্রাম্প

চরম সঙ্কটের মধ্যে ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী করোনার বিস্তাররের সব দায় চাপালেন চীনের উপর। ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে চিনকে নিশানা ট্রাম্পের।

আমেরিকার প্রেসিডেন্টের দাবি, চিনের ল্যাবই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল। তার প্রমাণও নাকি রয়েছে আমেরিকার হাতে। তবে তদন্ত চলায় এখনই সবটা সামনে আনতে চাইছেন না তিনি।

এখানেই শেষ নয়। ট্রাম্পের আরও অভিযোগ করে বলেন, “চিন চায় না আমি ফের ভোটে জিতে আসি। কারণ, আমদানি শুল্ক হিসেবে আমি চিনের কাছ থেকে প্রচুর ডলার আদায় করছি। চিন চাইছে, নভেম্বরের ভোট জিতে আসুন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন”।

পাশাপাশি, কোভিড-১৯ তাণ্ডবের জেরে দেশের আর্থিক ধাক্কা সামলাতে চিনের উপর আরও শুল্ক আরোপ করার ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প। বেজিংয়ের পাশাপাশি ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, চিনের মুখপাত্রের মতো কাজ করছে WHO.

Previous articleনকল আরোগ্য সেতুর মাধ্যমে ভারতীয় সেনার ওপর নজরদারি পাকিস্তানের
Next articleলকডাউন কার্যকর করতে কড়া দাওয়াই কোচবিহার জেলা প্রশাসনের