Thursday, August 28, 2025

করোনা মহামারির আবহে মে-দিবসে চাকরি থেকে বরখাস্ত বন্ধের আহ্বান বাংলাদেশে

Date:

শ্রমিক ছাঁটাই বন্ধ করে কাজ ও মজুরির অধিকার নিশ্চিত এবং সামাজিক বৈষম্যের অবসানই এবারের মে দিবসের আহ্বান, বলছে বাংলাদেশ  জাতীয় শ্রমিক ফেডারেশন। এই সংগঠনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন মে দিবসের ১৩৪তম বার্ষিকী ও শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানান। তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট চত্বরে আত্মত্যাগী মে আন্দোলনের সংগঠক, নেতা, কর্মী ও শ্রমিকদের।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে , ‘মে দিবস হচ্ছে মানুষের হাতে মানুষ শোষণের বিরুদ্ধে সংগ্রামের রক্তিম স্মারক। পৃথিবীতে যতদিন শ্রমজীবী মানুষের অস্তিত্ব থাকবে, শ্রেণি শোষণ থাকবে, ততদিন এ দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক হিসেবেই পালিত হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘এবছর মে দিবস পালন হচ্ছে করোনা ভাইরাস মহামারির অত্যন্ত জটিল ও বিরূপ পরিবেশে। কোভিড-১৯ দেশের শ্রমশক্তির অন্তত সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনে চরম দুর্দশা বয়ে এনেছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় তাদের জীবিকার পথ বন্ধ। তাদের ঘরের খাবার ফুরিয়ে গেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক খাতে চলছে লেঅফ, ছাঁটাই ও মজুরি কেটে নেওয়া । অনেক কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিক-কর্মচারীদের মজুরি-বেতন পরিশোধ করছে না। এতে শ্রম অধিকার মারাত্মক হুমকির মুখে। ভালো কাজ, মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।’
নেতারা বলেন, ‘অসংগঠিত খাতের ব্যাপক শ্রমজীবী মানুষ যারা মহামারির কারণে জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাদের পরিবারের জীবন বাঁচাতে খাদ্য ও নগদ আর্থিক সহায়তাসহ তাদের জীবিকার সমাধান করা জরুরি, ভবিষ্যতের স্বার্থে রাষ্ট্রকেই এ দায়িত্ব নিতে হবে। পরিপূর্ণ  ও সঠিক স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারিকরণ বন্ধ করা, সবার জন্য নিরাপদ ও বিনামূল্যে প্রতিষেধক পাওয়ার সুযোগ, ছাঁটাই ও চাকরি যাওয়া বন্ধ, মজুরির অধিকার, স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সামাজিক বৈষম্য দূর করাই হোক মে দিবসের আহ্বান।’

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version