যে নির্দেশ মানতেই হবে

কোভিড ম্যানেজমেন্টের যে নির্দেশ মেনে চলতে হবে…

১. বাড়ির বাইরে মাস্ক বাধ্যতামূলক

২. যে কোনও পাবলিক প্লেস বা বাসে যাতায়াতের সময় পারস্পরিক দূরত্ব রাখতে হবে

৩. জনতা যাতায়াত করেন এমন এলাকায় পাঁচ জনের বেশি থাকা যাবে না

৪. বিয়ের মতো কোনও সামাজিক অনুষ্ঠান হলে সেখানে সামাজিক দূরত্বের পাশাপাশি ৫০ জনের বেশি অতিথি রাখা যাবে না

৫. মৃত্যুর পর অন্তিম যাত্রার ক্ষেত্রে সামাজিক দূরত্ব রাখতে হবে, এবং সেই অনুষ্ঠানে সেই যাত্রাপথে ২০ জনের বেশি মানুষ থাকবেন না

৬. আমজনতার যাতায়াত করা এলাকায় থুথু ফেললে ফাইন করতে পারবে রাজ্য সরকারগুলি

৭. মদ, পান, গুটখা, তামাক বিক্রি করা যাবে না

৮. যেসব রাজ্যে মদ, পান, গুটখা, তামাক বিক্রি করা যাবে, সেখানে একসঙ্গে 5 জনের বেশি দোকানে থাকতে পারবে না। একজনের সঙ্গে অন্যজনের দূরত্ব থাকবে দুই গজ

Previous articleত্রাণ বণ্টন নিয়ে দু পাড়ার সংঘর্ষ, চলল গুলি-বোমা
Next articleরাজস্থানের কোটা থেকে আসানসোল পৌঁছলেন পড়ুয়ারা