Thursday, August 28, 2025

কেন পয়লা মে মেডিক্যাল বুলেটিন প্রকাশ হল না? প্রশ্ন তুলে ফের আক্রমণে রাজ্যপাল

Date:

কেন পয়লা মে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশিত হল না? এই নিয়ে এই

ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের টুইটারে সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ধনকড় লেখেন, “রাজ্যের করোনা পরিস্থিতির তথ্য লুকিয়ে রাখবেন না, দয়া করে প্রকৃত তথ্য সামনে আনুন।”
তিনি অভিযোগ করেন, ৩০ এপ্রিলের পরে আর নতুন করে কোনও মেডিকেল বুলেটিনই প্রকাশ করেনি রাজ্য সরকার। খেন পয়লা মে মেডিক্যাল বুলেটিন প্রকাশ হল না? তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। এমনকী, সেই তালিকা আপডেট করা হয়নি বলেও অভিযোগ জগদীপ ধনকড়ের। তাঁর অভিযোগ, রাজ্যের প্রকৃত করোনা পরিস্থিতি প্রকাশ্যে আসতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর পরিসংখ্যান বিষয় বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জগদীপ ধনকড়।
তার এই মন্তব্য এবং টুইট-এর সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের রাজভবনে বসে সাংবিধানিক প্রধান নয়, রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন রাজ্যপাল।

একই সঙ্গে রাজভবনে তরফ থেকে একটি বার্তা প্রকাশ করে রাজ্যপাল বলেন, তৃতীয় পর্যায় সবাইকে অত্যন্ত কঠিনভাবে নিয়ম পালন করে চলতে হবে।
এই সঙ্কটজনক পরিস্থিতিতে পুলিশ, স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ব্যক্তি, সাংবাদিক এবং জরুরি পরিষেবার জড়িতরা অত্যন্ত ভালো কাজ করছেন। তাঁদের কুর্নিশ জানিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জগদীপ ধনকড়।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version