করোনার প্রভাব হ্যান্ডশেক বা করমর্দনেও!

করোনায় ইতি ঘটতে চলেছে হ্যান্ডশেক বা করমর্দনে! এমন ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা। রাষ্ট্র নেতা থেকে শুরু করে কর্পোরেট অফিস করমর্দনই সম্ভাষণের উষ্ণতা অনুভব করায়। শুধু তাই নয়, পরিচিত অপরিচিত দের মধ্যেও শিষ্টাচার রেওয়াজ আছে হ্যান্ডশেকের মাধ্যমেই।

মার্কিন টাস্ক ফোর্সের সদস্য অ্যান্টনি ফাউচি জানাচ্ছেন, করোনার জেরে হ্যান্ডশেকের ঐতিহ্য এবার ছেদ পড়তে চলেছে। ডার্মাটোলজিক্যাল সায়েন্সের জার্নালে উল্লেখ করা হয়েছে, হাত ব্যাক্টেরিয়া, ভাইরাসের অন্যতম বাহক অঙ্গ। যার মাধ্যমে দ্রুত সংক্রমণ ঘটতে পারে।

তবে করোনা আবহে হ্যান্ডশেকের রীতিতে ছেদ পড়েছে। ভারতীয় কায়দায় নমস্কার করছেন একাধিক দেশের রাষ্ট্র নেতা। ঐতিহ্যবাহী গং শোও নামে বিশেষ ইশারার মাধ্যমে অভিবাদন জানানোর কথাও বলা হচ্ছে। এই পদ্ধতিতে একে অপরের হাতের বিপরীত দিক দেখিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Previous articleশক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘আমফান’
Next articleঅমানবিক কোচবিহার! জরুরি পরিষেবায় নিযুক্তদের বাড়িতে ঢুকতে বাধা