ভিনরাজ্যে আটক? নবান্নের হেল্পলাইন জেনে নিন

রাজ্যের যে সব মানুষ অন্য রাজ্যে আটকে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য দ্রুত উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। নবান্ন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার পি বি সেলিম। তিনিই আপাতত নোডাল অফিসার। তিনটি নম্বর দেওয়া হয়েছে। একটি টোল ফ্রি নম্বর-১০৭০। ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২৩৫৬১০৭৫। হোয়াটস অ্যাপ নম্বর — ৯৮৩০১৫৪১০১