রেশনে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ঈশ্বরীপুরের। অভিযুক্ত রেশন ডিলার কৃষ্ণেন্দু শেখর মন্ডল।

জানা গিয়েছে, আজ শনিবার সকাল থেকে রেশন দেওয়া শুরু হলে প্রত্যেক গ্রাহককে নির্ধারিত খাদ্যসামগ্রী থেকে কম মাল দিতে থাকে ডিলার, এমনটাই অভিযোগ গ্রাহকদের। এরপর রেশন দোকানে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
বিক্ষোভ এতটাই প্রবল আকার ধারণ করে যে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। এদিকে বিক্ষোভের জেরে সামাজিক দূরত্ব ব্যাঘাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে কুলপির যুগ্মসমষ্টি উন্নয়ন আধিকারিক পৌঁছে ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
