সেলুন খুলছে দুই জোনে

কেন্দ্রের আর এক সিদ্ধান্ত। সোমবার, ৪ মে তারিখ থেকে খুলে যাচ্ছে সেলুন। তবে সব জায়গায় নয়। গ্রিন আর অরেঞ্জ জোনে। রেড জোনে খোলার অনুমতি নেই। স্বরাষ্ট্রমন্ত্রকের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মদের দোকান শর্ত সাপেক্ষে রেড জোন ছাড়া খোলা যাবে সোমবার থেকে। এই দুটি জোনে প্রয়োজনীয় নয় এমন জিনিস ই-কমার্সের মাধ্যমে ডেলিভারি করা সম্ভব।