মে থেকে যে ৬ দফা বদল এল আপনার জীবনে

১মে থেকে যা-যা বদলে গেল আপনার জীবনে —

১. স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদ মিলবে কম হারে। ১ লক্ষ টাকার মধ্যে এফডিতে সুদ ৩.০৫%। ১ লক্ষ টাকার বেশি এফডিতে সুদ ৩.২৫%

২. ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম (১৪.২ কেজি) কমে হয়েছে ৫৮১.৫০টাকা। ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ১০২৯.৫০টাকা।

৩. পিএনবির ডিজিটাল ওয়ালেট কাজ করবে না। যারা এই ওয়ালেট ব্যবহার করেন তারা আইএমপিএসের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। ওয়ালেটের ব্যালেন্স বন্ধ হলে তবে তা নিষ্ক্রিয় হবে

৪. ইপিএফও পুরো পেনশন দেওয়া শুরু করেছে

৫. রেল চালু হলে এবার রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার চার ঘণ্টা আগে বোর্ডিং স্টেশন পাল্টানো যাবে। বোর্ডিং স্টেশন বদলে টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত পাওয়া যাবে না

৬. লকডাউনের শেষে বিমান যাত্রা শুরু হলে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের টিকিট ক্যানসেলে আলাদা অর্থ লাগবে না।

Previous articleমৃত্যু নিয়ে ইয়ার্কি হচ্ছে? প্রশ্ন তুলে দুই সচিবের অপসারণ দাবি সোমেনের
Next articleশক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘আমফান’