Tuesday, November 4, 2025

অত্যাবশ্যকীয় পণ্যের স্টিকার সাঁটা গাড়িতে ‘মানব পাচার’!

Date:

লকডাউনে প্রশাসনের নজর এড়িয়ে বাড়ি ফেরানোর অভিনব কায়দা। যদিও শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন 30 জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের সিউড়ি থানার তারাপুর এলাকায়। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের স্টিকার গাড়িতে সেটে পারাপারের চেষ্টা। ম্যাটাডোরটি ত্রিপল দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। আর সেই গাড়ির সামনে স্টিকার সাঁটানো হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার-এর বোতল সরবরাহ করা হচ্ছে বিহারের মধুপুরে। এই ভাবেই কলকাতা থেকে বিহারে প্রায় জনা ত্রিশেক দিনমজুরকে টাকার বিনিময়ে বাড়ি ফেরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। বীরভূমের সিউড়ির পুলিশের নাকা চেকিং-এ সময় ধরা পড়ে যায় সেই গাড়ি। সেই ম্যাটাডোর গাড়ি থেকে ত্রিপল সরাতেই স্যানিটাইজার বোতলের পরিবর্তে কয়েকজন মানুষ বেরিয়ে আসেন। পুলিশি জেরায় তাঁরা জানান, মাথাপিছু চোদ্দোশো টাকার বিনিময়ে তাঁদের কলকাতা থেকে বিহারে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয়। গাড়ির চালক প্রদীপ দাসের দাবি, “গাড়ির মালিক তাঁকে গাড়ির মধ্যে কী আছে সেটা বলেননি”। গাড়ির আরোহী লালচান্দ দাস বলেন, “আমরা দৈনিক মজুরের কাজ করছিলাম কলকাতাতে। লকডাউনের ফলে ওখানে আটকে ছিলাম কোন কাজকর্ম ছিল না। ফুটপাতেই ঘুমাচ্ছিলাম। তাই বাধ্য হয়ে বাড়ি ফেরার জন্য টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করি”। সিউড়ি থানা আইসি চন্দ্রশেখর দাস বলেন,” আটক গাড়িটিকে ফেরত পাঠানো হয়েছে”।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version