Monday, November 3, 2025

টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারায় গ্রেফতার সাকিরের বাড়িতে ত্রাণ পৌঁছে দিল মানবিক পুলিশ

Date:

পুলিশ পিটিয়েছে। বিরাট অন্যায় করেছে। যা ক্ষমার অযোগ্য। এখন দিন কাটছে শ্রীঘরে। সে আবার বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। আর লকডাউনে ছেলের কু-কর্মের ফল ভুগতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের। তার পরিবার যে চরম সঙ্কটে রয়েছে, সেটা কানে গেছে পুলিশের। তাই ছেলের অন্যায়ের ভাগীদার যাতে বাড়ির আর কেউ না হয়, বাড়ির আর কেউ যাতে অভুক্ত না থাকে জন্য ফের মানবিক মুখ দেখা গেল পুলিশের।

হ্যাঁ, এবার টিকিয়াপাড়ায় পুলিশকে মারধরের ঘটনায় ধৃত সাকিরের পরিবারের পাশে দাঁড়াল হাওড়া সিটি পুলিশ। প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া হল সাকিরের বাড়িতে। আপাতত পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, আলু, আটা তুলে দেওয়া হয়েছে সাকিরের পরিবারের সদস্যদের হাতে।
অথচ, লকডাউনের শর্ত ভাঙায় টিকিয়াপাড়ায় পুলিশ অভিযান চালালে এই সাকিরই ভিড় ঠেলে গিয়ে এক পুলিশকর্মীকে পিছন থেকে লাথি মারে। যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

উল্লেখ্য, লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েকদিন আগে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড চত্বর ছিল যেন উৎসবের ছুটির মেজাজে। ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলা থেকে শুরু করে, রাস্তার পাশের দোকানে বিরিয়ানি খাওয়া। সঙ্গে দেদার আড্ডাও চলছিল রমরমিয়ে। যেন কিছুই হয়নি। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেই রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার জেলার টিকিয়াপাড়ায় অভিযানে যায় পুলিশ।

টহলদারির সময়েই কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ায় জনতা। লকডাউনের নিয়ম মানতে বলায় উত্তেজনা চরমে ওঠে। পুলিশকে তাড়া করে স্থানীয়দের একটা বড় অংশ।

এরই মধ্যে ভিড় ঠেলে এসে পিছন থেকে এক পুলিশকর্মীকে সপাটে লাথি মারতে দেখা যায় এক যুবককে। গন্ডগোলের মুহূর্তের ফুটেজ খতিয়ে দেখার পরে পুলিশকে লাথি মারার ঘটনায় স্থানীয় যুবক সাকির-সহ প্রায় ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version