করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। জানা গিয়েছে, জেলা ও শহরের যে সমস্ত জায়গাগুলিতে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেশি সেখানেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই মত কলকাতায় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য প্রতিনিধিদের টিম।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যে আসা নিয়ে কেন্দ্র-রাজ্য একপ্রস্থ নাটক হয়েছে। সংঘাত তুঙ্গে উঠেছে। একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলেছে। সেই আবহাওয়ার মধ্যেই এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল।
