BIG BREAKING: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ২৫০০ পরিযায়ী নিয়ে রাজ্য আসছে দুটি বিশেষ ট্রেন

প্রতিশ্রুতি মত কথা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের কোটা থেকে ৯৫টি বাসে প্রায় আড়াই হাজার পড়ুয়াকে রাজ্যে ফিরিয়ে আনার পর এবার ২৫০০ জন পরিযায়ীকে রাজ্যে ফেরাচ্ছেন মুখমন্ত্রী।

আগামীকাল, সোমবার কেরালা এবং আজমের থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক-পর্যটক-পড়ুয়াদের জন্য বিশেষ দুটি ট্রেন ছাড়ছে। মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে একথা জানিয়ে দিলেন।

দুটি ট্রেনের মধ্যে ১২০০ পরিযায়ী যে নিয়ে বিশেষ ট্রেন রাজস্থানের আজমের থেকে রওনা হবে সেই ট্রেনটি আগামী ৫ মে দুপুরের দিকে রাজ্যে পৌঁছে যাবে। সেই মোতাবেক মেডিক্যাল টেস্ট ও বিভিন্ন জেলায় ওই শ্রমিকদের পাঠানোর জন্য বাসের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। ট্রেনটি রাজ্যের দুর্গাপুর এবং ডানকুনি স্টেশনে থামবে।

প্রত্যেক পরিযায়ী স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে ট্রেনে উঠবেন এবং গন্তব্যস্থলে পৌঁছাবেন। একথাও জানালেন মুখ্যমন্ত্রী।

Previous articleকোভিড ওয়ারিয়রদের জন্য ১০ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের ক্যাটাগরি নিয়ে ধোঁয়াশা
Next articleBREAKING: এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল