দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সারা দেশে সবরকমের পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে ৷ কিন্তু সরকারের তৎপরতায় ১মে থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন। সেই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। সেই ট্রেনের বিষয়ে ফের এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল মন্ত্রক৷

■ শ্রমিক ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেলওয়ে ৷

■ নির্দিষ্ট যাত্রা শুরুর ও একদম শেষের স্টেশনের নাম টিকিটে প্রিন্ট করা থাকবে

■ স্থানীয় সরকার নিজেদের ব্যবস্থাপনায় সেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেবে
■ ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলবে এই ট্রেন

■ কেবলমাত্র শুরু আর শেষের স্টেশনেই থামবে এই বিশেষ শ্রমিক ট্রেনগুলি

■ ট্রেনে যাত্রীদের তোলার সময় শারীরিক পরীক্ষা করা হবে

■ যাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই তারাই এই ট্রেনে চাপতে পারবেন ৷

■ এক একটি ট্রেনে সবচেয়ে বেশি ১২০০ জন করে পরিযায়ী শ্রমিক উঠতে পারবেন

■ যে রাজ্য থেকে ট্রেন ছাড়বে সেই রাজ্য ট্রেনের যাত্রীদের জন্য খাবার প্যাকেট ও জলের ব্যবস্থা করবে

■ ১২ ঘণ্টার বেশি যাত্রায় একজন যাত্রী পিছু একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে
