ন’বছর পর বসল নতুন লেনিন মূর্তি !

ন’বছর পর ফের বসল লেনিন মূর্তি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় লকডাউন চলাকালীন এই মূর্তি বসানো নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 2011 সালে যখন রাজ্যে পালাবদল ঘটে তখন গরবেতার আমলাগোড়ায় এই মূর্তি ভাঙার দায় চাপানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের ওপর । দুদিন আগে সেই একই জায়গায় লেলিনের মূর্তি বসিয়েছে সিপিএম। জানা গিয়েছে, কলকাতা থেকে এই মূর্তি গড়বেতায় নিয়ে আসতে প্রায় 22 হাজার টাকা খরচ করেছে সিপিএম। যে জায়গায় আগের মূর্তিটি বসানো ছিল সেই জায়গাটি সংস্কার করে নতুন মূর্তিটি বসানো হয় মে দিবসের দিন সকালে। বরং বলা ভালো বেশ কয়েকদিন এই মূর্তিটি পলিথিনে মুড়ে রেখে দেওয়া হয়েছিলো। শ্রমিক দিবসের সকালে সেই পলিথিন খুলে নেওয়া হয়। এমনকি বেশি সদস্য সমর্থক সেদিন হাজির না হলেও, যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলেন। স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানা গিয়েছে, এর আগে স্থানীয় নেতৃত্ব মে- দিবস এর কর্মসূচি পালন করতেন পুরনো মূর্তির পাদদেশে । রাজ্যে পালাবদলের পর দলীয় কর্মসূচিতে যে ভাটা পড়েছিল, সেকথা স্বীকার করে নেন সিপিএম জেলা কমিটির সদস্য তপন ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দিবাকর ভূঁইয়া প্রমুখ। নতুন মূর্তি বসাতে ন’বছর সময় লাগার জন্য তৃণমুলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএম নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ মানতে চায়নি। বরং তাদের যুক্তি, এতদিন ধরে মূর্তি না বসাতে পারা সিপিএমের ব্যর্থতাকেই প্রকাশ্যে নিয়ে এসেছে।

Previous articleভিডিও বার্তায় রাজ্যপাল বললেন, কালোবাজারিতে রেশন ব্যবস্থা সঙ্কটে
Next article৪০ বছরের দাম্পত্য পূর্ণ হেমা-ধর্মেন্দ্রর, জানেন কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ড্রিমগার্লের?