কাল, সোমবার বিকেল তিনটের সময় নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল লক্ষ্য সোমবার থেকে তিনটি জোনে কী কী ছাড় দেওয়া যায়, সে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই কারণেই সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে থাকবেন করোনা মন্ত্রিগোষ্ঠী, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। দোকান ও ছাড় দেওয়ার তালিকা কী হয় সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। শনিবারেই এই তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু রাজ্যের বক্তব্য তিনটি জোনে ছাড় নিয়ে কেন্দ্র বারবার সিদ্ধান্ত বদলানোর কারণেই রাজ্য শনিবারের জায়গায় সোমবার এই বৈঠক করতে বাধ্য হয়েছে।
