করোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেও ধর্ষণের ঘটনা কিন্তু থামছে না। মাঝ বয়সী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ হাবরার ফুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা মন্ডল পাড়ার বাসিন্দা ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় নাংলার বিল এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ঘাস কাটতে যান ওই মহিলা। সন্ধ্যা হওয়ার পরেও বাড়িতে না ফেরায় ছেলে অমিত বিশ্বাস খোঁজাখুঁজি শুরু করে। এরপর মাঠ দিয়ে নাংলার বিল এলাকায় পৌঁছে যায় সে, সেখানেই ঝোপের মধ্যে নগ্ন অবস্থায় অমিত তার মায়ের গলার নলি কাটা দেহ পড়ে থাকতে দেখে।

এরপর হাবরা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
