ভিন রাজ্যে কাজ করা সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া দেবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি। আজ, সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি রাজ্য কমিটিগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষে। সোনিয়া গান্ধী বলেন, করোনা মোকাবিলায় দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য এটিই ভারতীয় জাতীয় কংগ্রেসের বিনম্র অবদান।

উল্লেখ্য, দীর্ঘ লকডাউনকে পরিযায়ী শ্রমিকরা দেশজুড়ে আটকে পড়েছেন। বিভিন্ন রাজ্যের আবেদনের ভিত্তিতে বিশেষ ট্রেনে পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার তথা রেলমন্ত্রক। কিন্তু রেলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ট্রেনের ভাড়া থেকে এই সংক্রান্ত সমস্ত খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কিংবা ওই পরিযায়ীদের। তারপরই দেশজুড়ে শ্রমিকদের রেলভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
