বাড়ি ফেরার দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। পরে তাঁরা স্মারকলিপিও জমা দেন। তাঁদের কেউ এসেছিলেন কাজ করতে, কেউ কাজের সন্ধানে। শিলিগুড়ি এসে লকডাউনের জেরে আটকে গিয়েছেন সবাই। প্রত্যেকেই নিজের বাড়ি ফিরতে চান। কিন্তু কোনওভাবেই তাঁরা বাড়ি ফিরতে পাচ্ছেন না। তাই তাঁরা এদিন মহকুমা শাসকের দফতরে যান। কিন্তু তাও অনুমতি না পাওয়ায় সেখানেই বিক্ষোভ দেখান শ্রমিকরা।
