Friday, November 14, 2025

অনেক কিছু বদলাতে দেখেছেন কিন্তু বউ বদল দুই ভাই এই বউ বদলএর কথা শুনেছেন কখনও? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটল সরিষাবাড়ি পুরসভায় আরামনগর এলাকায়। যা দেখে আশপাশের সবাই রীতিমতো তাজ্জব বনে গিয়েছে। কিন্তু কেন করলো দুই ভাই এই বউ বদল?নেপথ্যের কাহিনী আরও চমকপ্রদ ।
স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা গিয়েছে, আব্দুল ওয়ারেছ আলীর পুত্র মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী সালমা বেগমের বিয়ে হয়।
তার কিছু দিন পর ছোট ছেলে ইউসুফ আলীর সঙ্গে নাছিমা আক্তারের বিয়ে হয়। গত এক মাস আগে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়গঞ্জে বসবাস করছে বলে জানা গিয়েছে।
শেষপর্যন্ত ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিয়ে করে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথম দিকে কেউ না জানলেও, এখন জানাজানি হওয়ায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পুরো পরিবারকে।
গত কয়েকদিন ধরে এলাকাবাসী বউ বদলের ঘটনা দেখতে বাড়িতে ভিড় করছেন।
দুই ভাইয়ের মা মনোয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, আমার বড় ছেলে মজনু মিয়া তার বিবাহীতা স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ছেলে ইউসুফ আলীর স্ত্রী নাছিমাকে গোপনে বিয়ে করে পালিয়েছিল।
পরে ছোট ছেলে ইউসুফ আলী তার বড় ভাই মজনু মিয়ার স্ত্রী সালমাকে বিয়ে করে ঘর সংসার করছে। এ নিয়ে আমরা দুজন চিন্তায় আছি। সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেছেন, এধরনের ঘটনা বেনজির ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version