Sunday, November 2, 2025

ব্যাপক দাম বাড়িয়ে সকাল ১০টা থেকেই খুলে যাচ্ছে মদের দোকান

Date:

সুরা প্রেমীদের জন্য সুখবর। আজ, সোমবার সকাল ১০টা থেকে খুলে যাচ্ছে মদের দোকান। প্রতিদিন যা খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শর্ত সাপেক্ষে প্রতিটি জোনেই খুলে যাচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত অফ শপগুলি। তবে অন শপ বা বার রেস্টুরেন্ট খোলার অনুমতি নেই। কোনও শপিং কমপ্লেক্সের দোকানগুলিও খোলা যাবে না। শুধুমাত্র রাস্তার ধারের দোকানগুলো খোলা যাবে। রেড জোনেও খোলা যাবে, তবে কনটেইনমেন্ট এলাকাগুলিতে আগের মতোই বন্ধ থাকবে। যদিও রেড জোনে সোমবার থেকেই খুলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পাশাপাশি, একসঙ্গে পাঁচ জনের বেশি দোকানে ভিড় জমানো যাবে না। ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই কিনতে হবে মদ। মদ কেনাবেচা করতে গিয়ে স্থানীয় প্রশাসন কোথাও যদি আইন-শৃঙ্খলার সমস্যা বোঝে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকায় শুধু যে সুরা প্রেমীরা সমস্যায় পড়েছেন তা নয়, বিশাল আর্থিক ক্ষতি হয়েছে রাজ্যগুলির। আফগারি শুল্ক থেকে যে ব্যাপক রাজস্ব আদায় হয়, তা থেকে বঞ্চিত হচ্ছিল রাজ্যগুলি। অথচ, করোনা মোকাবিলায় রাজকোষ থেকে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

অন্যদিকে, দোকান বন্ধের সুযোগ নিয়ে এই দুর্দিনে কালোবাজারিরা ব্যাপক আয় করেছে। যার পুরোটাই ব্ল্যাক মানি। যা অর্থনীতির জন্য ভয়ঙ্কর। তাই সবদিক ভাবনা চিন্তা করেই অবশেষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে।

এদিকে, রেড জোনে কাল থেকেই মদের দোকান খোলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বার ও রেস্টুরেন্ট অবশ্য খোলা থাকবে না। খুলবে শুধুমাত্র অফ শপ। কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে মদের দোকান খোলার খবর যেমন সুরা প্রেমীদের কাছে সুখবর, ঠিক একইভাবে কপালে ভাঁজ ফেলার মতো খবরও অপেক্ষা করছে তাঁদের জন্য। দীর্ঘদিন পর মদের দোকান খোলা হলেও মদের দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নতুন দামেই মদ বিক্রি শুরু হবে।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version