Thursday, August 28, 2025

সুরা প্রেমীদের জন্য সুখবর। আজ, সোমবার সকাল ১০টা থেকে খুলে যাচ্ছে মদের দোকান। প্রতিদিন যা খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শর্ত সাপেক্ষে প্রতিটি জোনেই খুলে যাচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত অফ শপগুলি। তবে অন শপ বা বার রেস্টুরেন্ট খোলার অনুমতি নেই। কোনও শপিং কমপ্লেক্সের দোকানগুলিও খোলা যাবে না। শুধুমাত্র রাস্তার ধারের দোকানগুলো খোলা যাবে। রেড জোনেও খোলা যাবে, তবে কনটেইনমেন্ট এলাকাগুলিতে আগের মতোই বন্ধ থাকবে। যদিও রেড জোনে সোমবার থেকেই খুলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পাশাপাশি, একসঙ্গে পাঁচ জনের বেশি দোকানে ভিড় জমানো যাবে না। ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই কিনতে হবে মদ। মদ কেনাবেচা করতে গিয়ে স্থানীয় প্রশাসন কোথাও যদি আইন-শৃঙ্খলার সমস্যা বোঝে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকায় শুধু যে সুরা প্রেমীরা সমস্যায় পড়েছেন তা নয়, বিশাল আর্থিক ক্ষতি হয়েছে রাজ্যগুলির। আফগারি শুল্ক থেকে যে ব্যাপক রাজস্ব আদায় হয়, তা থেকে বঞ্চিত হচ্ছিল রাজ্যগুলি। অথচ, করোনা মোকাবিলায় রাজকোষ থেকে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

অন্যদিকে, দোকান বন্ধের সুযোগ নিয়ে এই দুর্দিনে কালোবাজারিরা ব্যাপক আয় করেছে। যার পুরোটাই ব্ল্যাক মানি। যা অর্থনীতির জন্য ভয়ঙ্কর। তাই সবদিক ভাবনা চিন্তা করেই অবশেষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে।

এদিকে, রেড জোনে কাল থেকেই মদের দোকান খোলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বার ও রেস্টুরেন্ট অবশ্য খোলা থাকবে না। খুলবে শুধুমাত্র অফ শপ। কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে মদের দোকান খোলার খবর যেমন সুরা প্রেমীদের কাছে সুখবর, ঠিক একইভাবে কপালে ভাঁজ ফেলার মতো খবরও অপেক্ষা করছে তাঁদের জন্য। দীর্ঘদিন পর মদের দোকান খোলা হলেও মদের দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নতুন দামেই মদ বিক্রি শুরু হবে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version