Thursday, May 15, 2025

BREAKING: বিশেষ আইনে কলকাতা পুরসভার প্রশাসক হতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম

Date:

জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রশাসক নিযুক্ত হচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারি কোনও ঘোষণা এখনও হয়নি।

শুধু তাই নয়, ওই সূত্র আরও জানাচ্ছে, কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের প্রশাসক বোর্ড গঠন করতে চলেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই নাকি থাকবেন সেই বোর্ডে। বুধবারই নবান্ন থেকে সেই নির্দেশিকা জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিতে চলেছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে প্রশাসকের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র ফিরহাদ হাকিম নিজেই এমন ইঙ্গিত দিয়ে ছিলেন এদিন।

আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসক নিয়োগ করে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

এদিকে আবার কলকাতা পুরসভার আইন অনুযায়ী, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে এ বিষয়ে চিঠিও পৌঁছে গিয়েছে। আইন মোতাবেক যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য সরকারই নেবে। খুব শীঘ্রই নির্দেশিকা দিয়ে জানাবে রাজ্য সরকার। কারণ, করোনা পরিস্থিতির মধ্যে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম একদিনও বন্ধ রাখা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার। মেয়র হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা তাঁর নেই। আগামী কয়েক ঘন্টার দিনের মধ্যেই হয়তো নির্দেশিকা প্রকাশ করবে রাজ্য সরকার”।

এরই মাঝে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ইতিহাসে প্রথমবারের জন্য কলকাতা পুরসভার প্রশাসক কে হবেন? পুর কমিশনার, নাকি অন্য কেউ? সেখানে নাম উঠে এলো বর্তমান মহানগরিক ফিরহাদ হাকিমেরই। শুধু ঘোষণার অপেক্ষা।

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...
Exit mobile version