দেশের ইতিহাসে প্রথম, পাকিস্তানের এয়ারফোর্সের পাইলট পদে নিযুক্ত হিন্দু যুবক

পাকিস্তানের এয়ারফোর্সের পাইলট পদে নিযুক্ত হলেন এক হিন্দু যুবক। যা দেশের ইতিহাসে এই প্রথম বার। রাহুল দেব নামের ওই ব্যক্তিকে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, সিন্ধু প্রদেশের থারপরকরের বাসিন্দা রাহুল। অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েতের সম্পাদক রবি দাওয়ানি এই ঘটনায় আনন্দপ্রকাশ করেছেন। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। দেশ সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দিলে অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে পারবেন।

Previous articleভিড় ঠেকাতে দাওয়াই? মদের দাম ৭০ শতাংশ বাড়াল কেজরি-সরকার
Next articleলকডাউনে ভিন দেশে আটকে পরা ভারতীয়দের ফেরাতে রওনা দিল নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ