নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো অ্যাকাউন্ট সরালো টুইটার কর্তৃপক্ষ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করল টুইটার কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারকে জানিয়েছিলেন, তাঁর নাম এবং ছবি দিয়ে অন্তত দু’টি ভুয়ো অ্যাকাউন্ট টুইটারে রয়েছে। কেউ বা কারা সেই অ্যাকাউন্ট দুটি চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাঁর কথার সূত্র ধরে ‘AbhijitBanerj’ এবং ‘AbhijitBabrjee’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। নোবেলজয়ী স্পষ্ট করেছেন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হয়ে টুইটারে পোস্ট করেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মাধ্যমে নোবেলজয়ী বার্তা দেন, “আমার নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে। কারা এই অ্যাকাউন্ট চালাচ্ছে তা জানা নেই। AbhijitBanerj নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমার নয়। আমি টুইটারে নেই।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রথম সামনে আনেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি ফেক অ্যাকাউন্ট চলছে টুইটারে। তিনি বুধবার ফের জানান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারে নেই। তাঁর নামে খোলা দু’টি অ্যাকাউন্টই ভুয়ো।

 

Previous articleকরোনা আক্রান্তের সন্ধান, রাজপুর সোনারপুর জুড়ে আতঙ্ক
Next articleকরোনা রুখতে ভুল ছিল প্রাথমিক সিদ্ধান্ত! ট্রাম্পের বিরুদ্ধে সরব মার্কিন গবেষক