করোনা রুখতে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বাড়ালো জাপান সরকার

করোনা রুখতে জরুরি অবস্থা বাড়ালো জাপান সরকার। ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সে দেশের সরকার। সোমবার সরকারের বিশেষ চ্যানেল বৈঠকে বসে। ওই বৈঠকেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ বলেন ৩১ মে পর্যন্ত জাপানে জরুরি অবস্থা জারি থাকবে।

জাপানে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার জন। মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জনের। ৮ এপ্রিল থেকে জাপানে জারি করা হয় জরুরি অবস্থা। প্রথম দফায় জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৬ মে। পরিস্থিতি বিবেচনা করে ৩১ মে অবধি জরুরি অবস্থা বাড়াল জাপান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ বলেন, করোনা মোকাবিলায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হলো। সাধারণ মানুষকে নিষেধ করলেও রাস্তায় বেরোচ্ছেন তাঁরা। তাদের সতর্ক হতে বলছে প্রশাসন।

Previous articleহ্যাকারের অভিযোগ উড়িয়ে কেন্দ্র জানাল ‘আরোগ্য সেতু’ অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত
Next articleকোচবিহারের একশোর বেশি লোকের সংস্পর্শে আসেন অসমের করোনা আক্রান্ত