Saturday, November 15, 2025

লড়াই থামল পঞ্চায়েত সদস্যা কল্যাণী রায়ের, শোকের ছায়া কোন্নগরে

Date:

কয়েক দিন অসুস্থতার পরে মৃত্যু হল তৃণমূল পরিচালিত কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের সদস্যার। মৃতের নাম কল্যাণী রায়। মাস খানেক ধরে রক্তাল্পতায় ভুগছিলেন কল্যাণী। মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ২৭ মার্চ বাড়িতে কয়েকবার বমি করে অসুস্থ হয়ে পড়েন কল্যাণী। পরিবারের সদস্যরা তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কল্যাণীর স্বাস্থ্য পরীক্ষায় জ্বর ও অন্যন্য উপসর্গ দেখে ওই দিনই চিকিৎসকেরা তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থান্তরিত করেন। তারপর সেখানে কোভিড১৯ সন্দেহ করে তাঁর সোয়াব পরীক্ষা হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ১ এপ্রিল বাঙুর হাসপাতাল তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় । এরপর থেকে বাড়িতেই ছিলেন কল্যাণী। মঙ্গলবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসকেরা তৃণমূল নেত্রীকে পরীক্ষা করে দেখেন, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে রক্ত দেওয়ার পরামর্শ দেন। চিকিতসকেরা। সেইমতো রক্ত নিয়েও যাওয়া হয়। কিন্তু রক্ত দেওয়ার আগেই কল্যাণীর মৃত্যুর হয়। মৃতের স্বামী সুশান্ত রায় বলেন, “কল্যাণী স্বাস্থ্য সচেতন ছিল। এক বছর ধরে চিকিৎসকের পরামর্শ মেনে নিজের ওজন কমিয়ে ফেলে ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। চিকিতসকেরা বললেন শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে। কলকাতা থেকে রক্ত এনেও স্ত্রীকে বাঁচাতে পারলাম না”।

স্বামী ও ছেলে সহ কল্যাণী নবগ্রামের বাড়িতেই থাকতেন। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতীকে প্রথম নির্বাচনে লড়াই করে জয়ী হন।
তৃণমূল নেত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় তৃণমূলের নেতা, কর্মীরা। স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল বলেন,কল্যাণী খুব লড়াকু নেত্রী ছিলেন। কাজ করার মানসিকতা ছিল। এত অল্প বয়সে চলে গেলেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version