Saturday, December 13, 2025

মদের দামে বিশেষ ‘করোনা-সেস’ বসাতে উদ্যোগী একাধিক রাজ্য

Date:

Share post:

করোনার দাপটে আর্থিকভাবেও বিপর্যস্ত হয়েছে দেশের রাজ্যগুলি৷

বেহাল অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করতে রাজ্যগুলি বিকল্প পথ খুঁজে চলেছে৷

এমনই এক বিকল্প ভাবনা, মদের দামে বিশেষ সেস বসিয়ে আয় বাড়ানো৷ দেশের একাধিক রাজ্য এই পথে হাঁটতে চলেছে৷ দিল্লি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ইতিমধ্যেই ৩০ থেকে ৭০ শতাংশ অতিরিক্ত সেস বসিয়ে মদের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে পেট্রল ও ডিজেলের উপরও কর বাড়ানো হয়েছে। নতুন এই কর বসানোর ফলে দিল্লিতে ডিজেলের দাম ৭ টাকা এবং পেট্রলের দাম দেড় টাকা বাড়তে চলেছে৷ জিএসটি প্রক্রিয়ার পর মদ, পেট্রোপণ্য থেকে সংগৃহীত কর থেকে রাজ্যের সিংহভাগ রাজস্ব আসে৷ তাই লকডাউনের মধ্যেই মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তে কোনও সরকারই আপত্তি করেনি৷ একমাত্র চেন্নাই শহরে মদ বিক্রি চালু করেও ভিড়ের ঠেলায় ফের বন্ধ করা হয়েছে৷ কেজরিওয়ালের পথ অনুসরন করে একাধিক রাজ্য মদ ও পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বা সেস চাপাতে চাইছে৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দিল্লিতে মদের দামের উপর ৭০% নতুন কর চাপিয়েছে কেজরি সরকার৷ অন্ধ্রপ্রদেশ বাড়িয়েছে ৫০ %, রাজস্থান চাপিয়েছে ৩০ %। মদের উপর কর বসিয়ে রাজস্ব সংগ্রহের তালিকার শীর্ষে আছে উত্তরপ্রদেশ। গত আর্থিক বছরে উত্তরপ্রদেশ এই খাতে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয় করেছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অবশ্য অনেক কম, আয়ের পরিমাণ ১১ হাজার ৮৭৩ কোটি টাকা।

spot_img

Related articles

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...

বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার। কলকাতার উইলিয়ামসন মেগর...

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...

উদ্যোক্তাদেরই কোর্টেই বল ঠেলল এআইএফএফ-আইএফএ, যুবভারতীতে আইএসএল নিয়ে সংশয়!

ফুটবলের মক্কায় নজিরবিহীন বিশৃঙ্খলা। মেসি(Messi) ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। ঘটনার পরই ফেডারেশন, আইএফএ-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে দায় ঠেলা...