একনজরে রাজ্যের করোনা আপডেট

➡️ মোট কোভিড কেস – ১৪৫৬

➡️ নতুন পজিটিভ কেস – ১১২ (গতকাল ছিল ৮৫)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ১০৪৭

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ২৫৭০ (দৈনিক সর্বোচ্চ)

➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৩০,১৪১

➡️ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন – ১

➡️ মোট সুস্থ হয়েছেন – ২৬৫

➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা – ৪

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ৭২

➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২

➡️ হোম কোয়ারিন্টিনে রয়েছেন – ৯৬৬৩

➡️ প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রয়েছেন – ৪৬০৪

➡️ শুধু করোনা চিকিৎসার জন্য রাজ্যে ৮০৩৬ শয্যা বিশিষ্ট ৬৭ টি কোভিড হাসপাতাল রয়েছে, ৮৬০ টি আই সি ইউ বেড, ২৭১ টি ভেন্টিলেটর রয়েছে (এখনও পর্যন্ত ৩০টি ব্যবহৃত হচ্ছে)

➡️ কলকাতা মেডিকেল কলেজ কোভিড হাসপাতাল হচ্ছে। ৭ই মে থেকে পূর্ণ সময়ের জন্য চালু হবে। এটি রাজ্যের ৬৮ তম কোভিড হাসপাতাল

➡️ আপনারা কেউ কেউ জিজ্ঞেস করছিলেন কারা টেস্ট করাতে পারেন?

আমরা আইসিএমআর এর প্রোটোকল অনুসরণ করি। সেগুলি হল:

• বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষজন
• যেসব স্বাস্থ্যকর্মীদের উপসর্গ আছে
• ল্যাবরেটরিতে পজিটিভ কেসের সংস্পর্শে আসা ব্যক্তি যাদের উপসর্গ আছে
• এসএআরআই রোগী
• পজিটিভ কেসের রোগীদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা ব্যক্তি যাদের উপসর্গ আছে
• কন্টেনমেন্ট জোনের কোন গর্ভবতী মহিলা যার আগামী ৫ দিনের মধ্যে ডেলিভারি হবে
• সরকারী বা বেসরকারী হাসপাতাল বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার সুপারিশ করলে

➡️ আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিককে মাসিক ১০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে

➡️ গত ৭ ই এপ্রিল থেকে ৩ রা মে পর্যন্ত রাজ্যের ৬ কোটি বাড়ি সার্ভে করেছেন আশা কর্মীরা

➡️ ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেককে ফিরিয়ে আনা হয়েছে

➡️ এন্ট্রি এবং এক্সিট অ্যাপ। এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে, যেখানে লোকেরা নির্বিঘ্নে এন্ট্রি এবং এক্সিটের জন্য আবেদন করতে পারেন

Previous articleমদের দামে বিশেষ ‘করোনা-সেস’ বসাতে উদ্যোগী একাধিক রাজ্য
Next articleকরোনার প্রতিষেধক তৈরিতে সফল ইতালি, দাবি গবেষকদের